ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

সুনামগঞ্জ: পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এ বছর বর্ষার শুরুতেই অতি বৃষ্টি ও অকাল বন্যায় যে ক্ষয়ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্যোগের কবলে না পড়তে হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে সার্কিট হাউস মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে দুর্যোগের ঝুঁকি রয়েছে।

দুর্যোগ মোকাবেলা করেই আমাদের চলতে হবে। হাওরে যাতে আগামীতে এ ধরনের বন্যা ও দুর্যোগের সৃষ্টি না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে তিনি হাওরের ক্ষয়ক্ষতি দেখতে বিশ্বম্ভরপুরের কড়চার হাওর ও তাহিরপুর উজেলার শনির হাওরসহ কয়েকটি হাওর পরির্দশনের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮,  ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।