এ ঘটনায় দুপুরে পটুয়াখালী জেলার সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। র্যাব-৮, সিপিসি-১ এর সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. হাসান গাজীকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে গাঁজা ও মাদক বিক্রির ৮শ’ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।
র্যাবের ই-মেইল বার্তায় শুক্রবার (২৮ এপ্রিল) এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমএস/এসআরএস/এমজেএফ