শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া কাঠগড়া এলাকার একটি মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন- আশুলিয়ার কাঠগড়া এলাকার জহরচন্দ্র গ্রামের মৃত আলী আশরাফ চকিদারের ছেলে শাহ আলম চকিদার (৪৫) ও আড়াগাও গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মনির হোসেন (২০) ।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, কাঠগড়া এলাকার একটি মাঠের পাশে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
শাহ আলম ও মনির দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি