শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার সদর উপজেলার ভূবনপুর গ্রামের জনু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৮) এবং তার জেঠাতো ভাই রেনুমিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
কোতয়ালী থানার আওতাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন কাদির জানান, আরিফ হোসেন ও সাদ্দাম হোসেন মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরে যাওয়ার পথে বাঁশমঙ্গলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
জেডএস