শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাই নান্নু মিয়া বাংলানিউজকে বলেন, সুলতানা খুলনা সোনাডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে ছেলে প্রত্যয়কে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।
এ সময় একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা টান দিয়ে তার কাছে থাকা ভ্যানিটিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় তিনি রাস্তায় উপড় পড়ে যাওয়ায় তার ঠোঁট কেটে যায় ও মাথায় আঘাত পান।
ব্যাগে ৭০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণ ও একটি মোবাইলফোন ছিলো বলে দাবি করেন ওই নারী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, সুলতানা আফরোজের ঠোঁটে ৫টি সেলাই করা হয়েছে। এছাড়া তার মাথায় আঘাত লেগেছে। তিনি এখনো হাসপাতারে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এজেডএস/আরআইএস/বিএস