প্রথমে অভিযান পরিচালনা করা হয় জামায়ত অধ্যুষিত পাঠানবাড়ী এলাকায়। এরপর রামপুর এবং সবশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাস্টারপাড়া এলাকায় অভিযান চলছে।
এসময় পুলিশের পক্ষ থেকে বাড়ির মালিকদের আগামী তিনদিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য দিতে বলা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম জানান, পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।
এলাকার জনগণকে সচেতন করা হচ্ছে। মিরসরাই ও সীতাকুণ্ডে অভিযানের পর ধারণা করা হচ্ছে জঙ্গিরা ফেনীতেও অবস্থান করতে পারে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসএইচডি/এএ