শনিবার (২৯ এপ্রিল) সকালে বিমানের বিজি-০৫২ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে সিলেটে এসে পৌঁছায়। ফ্লাইটটি ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা রয়েছে।
এখানে যাত্রাবিরতির পর সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ক্রটির কারণে দুবাই-সিলেট-ঢাকাগামী উড়োজাহাজ ২৩ যাত্রী নিয়ে বিমানবন্দরে আটকা পড়ে।
এরআগে বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটি না সারায় বিকল্প উড়োজাহাজ (বিজি-৭৭৭) দিয়ে যাত্রীদের নিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এনইউ/ওএইচ/এএ