শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ইমানুর বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন জাহাঙ্গীর। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আট নম্বর ওয়ার্ড থেকে ২৬০ পিস ইয়াবাসসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/