ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নলছিটিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ঝুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পড়ার টেবিলে থাকা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নলবুনিয়া গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ঝুমা আক্তার নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের আবদুল লতিফ হাওলাদারের মেয়ে।

তিনি রাজাপুরের বড়াইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের কাঠিপাড়া এলাকার নান্নু খলিফার ছেলে মুরাদ খলিফার সঙ্গে ঝুমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিলো। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করে মুরাদ। পরবর্তীতে বিয়ের কথা বললেই নানা টালবাহানা শুরু করে সে।  

এ ঘটনায় বেশ ক’দিন ধরে মনখারাপ করে থাকতেন ঝুমা। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।  

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বাংলানিউজকে বলেন, মেয়েটির পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার প্রেমিককে আত্মহত্যার জন্য দায়ী করেছেন তিনি।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কলেজছাত্রী ঝুমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।