ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে ৯ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হাউসনগর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।  

বিজিবি জানায়, সন্ধ্যায় হাউসনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি অটোরিকশাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোরিকশার মধ্যে থাকা এক যাত্রী লাফ দিয়ে পালিয়ে যান। পরে অটোরিকশাটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে দুইটি বিদেশি পিস্তল (ইউএসএ), চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।