ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ঘ্যানা টিটু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
চৌগাছায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ঘ্যানা টিটু আটক চৌগাছায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ঘ্যানা টিটু আটক

যশোর: যশোরের চৌগাছায় বিদেশি অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ চিহ্নিত সন্ত্রাসী টিটো ওরফে ঘ্যানা টিটো আটক হয়েছেন। টিটো উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) পরিদর্শক হারুন অর রশিদ, মীর রেজাউল হোসেন, এএসআই ফিরোজসহ একটি টিম এ অভিযানে অংশ নেন।

সিআইডি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আফরা গ্রামে অভিযান চালিয়ে হত্যা-ডাকাতি, মাদক, বিস্ফোরকসহ অন্তত আট মামলার আসামি ফেনসিডিল টিটো ওরফে ঘ্যানা টিটোকে আটক করা হয়।

 

এ সময় তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬৫ মডেলের দু’টি বিদেশি পিস্তল, পিস্তলে লোড অবস্থায় চার রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, ৭০ পিস ইয়াবা ও এক বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।