বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) পরিদর্শক হারুন অর রশিদ, মীর রেজাউল হোসেন, এএসআই ফিরোজসহ একটি টিম এ অভিযানে অংশ নেন।
সিআইডি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আফরা গ্রামে অভিযান চালিয়ে হত্যা-ডাকাতি, মাদক, বিস্ফোরকসহ অন্তত আট মামলার আসামি ফেনসিডিল টিটো ওরফে ঘ্যানা টিটোকে আটক করা হয়।
এ সময় তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬৫ মডেলের দু’টি বিদেশি পিস্তল, পিস্তলে লোড অবস্থায় চার রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, ৭০ পিস ইয়াবা ও এক বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
ইউজি/এএ