ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে শিশুসহ ৪০ জন অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে শিশুসহ ৪০ জন অসুস্থ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে ১৫ শিশুসহ ৪০ জন অসুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জনকে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা সদরের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার ওয়াহিদ মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার মুসলিম মিয়ার ছেলের বিয়ে অনুষ্ঠান ছিলো।

অনুষ্ঠানে বরযাত্রীরা খাওয়া-দাওয়া শেষে চলে যাওয়ার পর সন্ধ্যা থেকে বমি এবং পেটের ব্যথা শুরু হতে থাকে তাদের।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদী মো. শাহপরান বাংলানিউজকে জানান, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। ধারণা করা হচ্ছে বিয়ে অনুষ্ঠানে যারা দই খেয়েছেন শুধু তারাই অসুস্থ হচ্ছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থতার সংখ্যা আরও বাড়ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।