ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে শতাধিক হাত বোমা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
যশোরে শতাধিক হাত বোমা জব্দ জব্দ করা হাত বোমাগুলো পরে নিষ্ক্রিয় করে পুলিশ। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরের খড়কি এলাকায় অভিযান চালিয়ে শতাধিক তাজা হাত বোমা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খড়কির শাহ আব্দুল করিম সড়কের একটি বাড়ি থেকে বোমাগুলো জব্দ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা রাত সাড়ে ১০টায় বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম শতাধিক বোমা জব্দের পর নিষ্ক্রিয় করে।

তবে জড়িতদের আটকে এখনো অভিযান চলছে।

শাহ আব্দুল করিম সড়কের মাহবুবুর রহমানের ওই বাড়ির নিচতলায় ছাত্রী মেসের একাধিক ছাত্রী বাংলানিউজকে বলেন, রাত সাড়ে আটটার দিকে কয়েকজন যুবক বিনা অনুমতিতে হাতে ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েন। এ ঘটনা দেখে কিছু ছাত্রী চিৎকার শুরু করলে যুবকরা তাদের আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের কোনো ভয় নেই। আপনারা ঘরে থাকেন’।

ছাত্রীরা ভয় পেয়ে বাড়ির মালিককে ফোনে বিষয়টি জানিয়ে দেন। পরে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানালে একাধিক টিম ঘটনাস্থলে অভিযানে যায়।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।