আশুলিয়া, সাভার: আশুলিয়ার নবীনগর এলাকায় চলন্ত বাসে ডাকাতির চেষ্টাকালে যাত্রীদের উদ্ধারের সময় ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত এগারটার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি (অপারেশন) জাহিদুর জানান, ডাকাতদের আটক করা সম্ভব হয়েছে।
বাসের যাত্রীদের কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ও আমি নিজেসহ চারজন আহত হয়েছি। সবাই বর্তমানে চিকিৎসা নিচ্ছি’।
বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এএসআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।