ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মা-ছেলে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
মা-ছেলে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২ নিহত শামসুন্নাহার করিম ও তার ছোট ছেলে শাওনের মরদেহ (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী খোকন রমনা থানায় এ মামলা (নং-০১) দায়ের করেন।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম জানান,
মামলায় শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, করিমের আরেক স্ত্রী অভিনেত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য আটক থাকা আবদুল করিম ও শারমীন মুক্তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৫) ও তার ছেলে শাওনকে (১৭) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
পিএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।