ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ফেনসিডিলসহ দুই নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সিলেটে ফেনসিডিলসহ দুই নারী আটক সিলেটে ফেনসিডিলসহ দুই নারী আটক। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ফেনসিডিলসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০ বোতল ফেনসিডিল।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৮) ও একই ইউনিয়নের তোয়াসিহাটি (খাসিয়াহাটি) গ্রামের টিয়া দেবের স্ত্রী ছায়া দেব (৪৮)৷

জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ আনোয়ার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।