ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক ধর্ষণের অভিযোগে আটক মুদি দোকানি ইকরাম হোসেন লাবু। ছবি: বাংলানিউজ

সাভার, ঢাকা: সাভারে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে মুদি দোকানি ইকরাম হোসেন লাবুকে (২২) আটক করেছে পুলিশ।

লাবু উপজেলার সদর ইউনিয়নের অজিউল্লার ছেলে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাতে সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে ওই যুবককে আটক করে সাভার মডেল পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় একটি কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি ইকরাম হোসেন লাবুকে আটক করেন এলাকাবাসী। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান সোহেল রানার কাছে হস্তান্তর করেন। তিনি খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন ও ওই যুবককে আটক করে।

সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে যুবককে আটক করা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।