ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বাস উল্টে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বাড্ডায় বাস উল্টে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ বাসটি সরিয়ে নওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: কাশেম হারুন

ঢাকা: কুড়িল বিশ্বরোড-রামপুরা সড়কের বাড্ডায় বাস উল্টে রাস্তা ব্লক হওয়ায় যানবাহন চলাচল বন্ধ ছিল তিনঘণ্টা। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রামপুরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।

খবর পেয়ে গুলশান থানা পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে বাসটি রেকার দিয়ে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা থেকে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩৩২৩) অস্বাভাবিক গতিতে এসে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দীর্ঘ তিন ঘণ্টার যানজটে স্থবির হয়ে পড়ে সড়কটি।                                          ছবি: কাশেম হারুনগুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বাংলানিউজকে বলেন, বাসটি উল্টে রাস্তা ব্লক হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় বাড্ডা থেকে যানজট বিস্তৃত হয় কুড়িল বিশ্বরোড পর্যন্ত।

উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মালবাহী ট্রাক ছাড়াও যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা আটকা পড়ে।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বাড্ডা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।