ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে মদসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
শ্রীনগরে মদসহ ২ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় বোতল হুইস্কি ও চার বোতল ভোদকাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালাশুর মধ্যেরবাড়ি তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাদারীপুর জেলার কেশবপুর গ্রামের আব্দুল লতিফ দরানির ছেলে মো. আরিফ দরানি (২২) ও শ্রীনগর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের মৃত নূর হোসেন আকন্দের ছেলে মো. ইকবাল আকন্দ (১৯)।

বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বালাশুর মধ্যেরবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ছয় বোতল হুইস্কি ও চার বোতল ভোদকাসহ ওই দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।