ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে বখাটের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
পলাশবাড়িতে বখাটের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত আহত এসএসসি পরীক্ষার্থী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় সজিব মিয়া (১৫) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (০৩ মার্চ) সকালে উপজেলার ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের মাঠে স্থানীয় কয়েক যুবকের হামলায় আহত হয় সে। সজিব উপজেলার বরকতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

তার সহপাঠীরা বাংলানিউজকে জানান, সকালে সজিব তার বন্ধুদের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা দিতে কেন্দ্রে যায়। এসময় তার সঙ্গে থাকা মেয়ে বন্ধুদের কয়েক যুবক উত্যক্ত করতে থাকে। এতে সজিব বাধা দিলে তাকে মারধর করে তারা। পরে শিক্ষকসহ পরীক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

এদিকে, আহত সজিব প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।