ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে কাটাবনের দিকে রওয়ানা দেয়।

এতে প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

এর আগে এক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনা প্রমাণ করে এদেশে প্রগতিশীল মানুষরা নিরাপদ নয়। নিরাপত্তার মধ্যে এ ধরনের হামলায় সরকার দায় এড়াতে পারে না। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা প্রমাণ করে আমরা কেউ নিরাপদ না।

বাংলাদেশম সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এসকেবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।