শনিবার (০৩ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মৌচাক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সুশীল সমাজ, পেজাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
কালিয়াকৈর উপজেলার উন্নয়নের জন্য এ পর্যন্ত কয়েকশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান, ব্যবসায়ী নূরুল ইসলাম রতন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. হালিম, সফিপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএস/এসআরএস