শনিবার (০৩ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চিকিৎসাধীন জাফর ইকবালের নিয়মিত খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
** শাবিপ্রবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত
আওয়ামী লীগের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এই ধরণের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএ/