এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন ফোরাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাখা ছাত্রলীগ-ছাত্রফ্রন্টসহ সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের সংগঠন।
এদিকে, এর প্রতিবাদে ছাত্রলীগ, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
শনিবার (০৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়। পরে তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ