জাফর ইকবালের ‘স্থিতিশীল অবস্থা’র কথা শনিবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের জানান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
তার আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ওই দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন জাফর ইকবাল। তার মাথার পেছনে জখম করে হামলাকারী। তাৎক্ষণিকভাবে ড. জাফর ইকবালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, দেশবরেণ্য এ শিক্ষাবিদের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মাথার ক্ষতস্থানে ড্রেসিংয়ের পর সেলাই দেওয়া হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ড. জাফর ইকবালকে সিএমএইচে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন বলেন, ‘বিকেলে মুক্তমঞ্চে স্যার বসেছিলেন। তখন পেছন দিক থেকে এক যুবক ছুরিকাঘাত করে তাকে। তবে কী কারণে তাকে আঘাত করা হয়, তা এখনও জানা যায়নি। এমনকি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না, সে বিষয়েও আমরা নিশ্চিত হতে পারিনি। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে যারা র্যাগিংয়ের বিরুদ্ধে স্যারের মন্তব্যে নাখোশ ছিল, তাদের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে। ’
এদিকে, ছুরিকাঘাতের পরপরই হামলাকারী যুবককে পিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আটকে রাখেন শিক্ষার্থীরা।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, হামলাকারীকে বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো কথা বলছে না।
পরে তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ/এইচএ/
** ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত'
** ছাত্রবেশী সন্ত্রাসী জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে
** জাফর ইকবালের ওপর হামলাকারীকে র্যাবে হস্তান্তর