শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হামলার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশ থেকে এ কর্মসূচি দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, রোববার (৪ মার্চ) বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
হামলার বিষয়ে তিনি বলেন, আমরা কল্পনাও করিনি জাফর ইকবালের মতো এমন একজন মানুষের উপর হামলা হবে। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা কল্পনাও করতে পারিনি। অবস্থা এমন দাঁড়িয়েছে শুধু জাফর ইকবাল নয়, কেউই নিরাপদ নয়।
ডা. ইমরান বলেন, বিভিন্ন সময় যখন লেখক-প্রকাশকের ওপর হামলা হয় তখন আমরা দেখেছি কিভাবে সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে। কিভাবে বিচারহীনতার সংষ্কৃতিকে লালন করা হয়েছে। এসব কারণে হামলা হচ্ছে বলে তিনি অভিমত দেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স প্রমুখ।
**জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসকেবি/এসএইচ