ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. দৌলত (৪৮) একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।  

শনিবার (০৩ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত দৌলত উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. খোকার ছেলে ও পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় একটি মোটরসাইকেল করে দুইজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে শান্তিনগর এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল করে মহাসড়কে উঠছিলেন মো. দৌলত। এসময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দৌলতকে মৃত ঘোষণা করেন। তবে আহত অপর দুই জনের নাম-পরিচয় জানাতে পারেন নি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।