‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’ বই নিয়ে শনিবার (৩ মার্চ) ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত পাঠোত্তর মূল্যায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল করিম বলেন, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির উপর মুদ্রণ শিল্পের প্রভাব গুরুত্বর্পূর্ণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির ফেনী ব্যুারো প্রধান বখতেয়ার ইসলাম মুননা, নাট্যকার নাসির উদ্দিন সাইমুন, ফেনী জেলা পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি ইকবাল আলম, ফেনী মুদ্রণ শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বইটি সম্পর্কে লেখক আরিফুল আমীন রিজভী বলেন, পাঠক এ বইতে মুদ্রণ শিল্প সম্পর্কে জানতে পারবেন, একইসঙ্গে ফেনীর গবেষণা কাজকেও অনেক বেশি সমৃদ্ধ ও স্পষ্ট করবে বইটি
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এসএইচডি/এনটি