ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ওষুধের দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
না'গঞ্জে ওষুধের দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক নারায়ণগঞ্জে ওষুধের দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বারে রাসেল মিয়া (৪৫) নামের একজন ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ওষুধের বিভিন্ন ফার্মেসীতে গিয়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা আদায় করছিলেন এই প্রতারক।

শনিবার (৩ মার্চ) রাত ৮টায় ওই ঘটনা ঘটে। আটক রাসেল নরসিংদী জেলার রায়পুরা থানার জসিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নওশেদ আলী জানান, রাসেল নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ডনচেম্বারের আল মদিনা নামের ওষুধের দোকানে হানা দেয়। এসময় সে ড্রাগ লাইসেন্সসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে জানতে চায়। দোকানের মালিক মিজানুর রহমান মানিক উত্তর দিতে ব্যর্থ হলে তাকে ৩০ হাজার টাকা জরিমানার নাটক সাজায়।  

এক পর্যায়ে দোকান মালিক এত টাকা দিতে অনীহা প্রকাশ করায় দেনদরবারে ৫ হাজার টাকায় রফাদফা হয়। পরে দোকান মালিক ৫ হাজার টাকা দিয়ে ওই প্রতারক রাসেলের কাছে রশিদ দাবি করেন। কিন্তু রশিদ দিতে না পারায় বিষয়টি দোকান মালিক ও লোকজনদের সন্দেহ হয়। লোকজন তাকে আটকে পুলিশের কাছে সোপর্দ করে।  

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, রাসেল মূলত একজন প্রতারক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।