ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হামলাকারীর পরিচয় শনাক্ত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
হামলাকারীর পরিচয় শনাক্ত  জাফর ইকবালের হামলাকারীর পরিচয় শনাক্ত

ঢাকা: অধ্যাপক ড. জাফর ইকবালের হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে র‌্যাব-৯। ২৪ বছর বয়সী ফয়জুর রহমান, তিনি মাদরাসা শিক্ষার্থী বলে জানা গেছে। 

রোববার (৪ মার্চ) মধ্যরাতে জিজ্ঞাসাবাদে জানা গেছে হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই।

তাকে চিকিৎসার জন্য সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে শনিবার (০৩ মার্চ) রাত ৯টার দিকে হামলাকারীকে র‌্যাব-৯ এর হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে আহত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

শনিবার (০৩ মার্চ) রাতে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে সিএমএইচে নেয়া হয়েছে। এর আগে রাত ১০ টায় সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় উদ্যেশ্যে রওনা হয়।

এর আগে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে আকস্মিক এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

বাংলাদেশ সময় ০০৩৫ ঘণ্টা, মার্চ ৪,২০১৮
এএম/ এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।