রোববার (৪ মার্চ) রাত সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এসময় তালাবদ্ধ বাসার ভেতরে অবস্থান করছিলেন হামলাকরীর মামা ফজলুর রহমান।
তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ফজলুর রহমানকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। এসময় ফয়জুরের বাসা থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।
ড. জাফর ইকবালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা ড. জাফর ইকবালকে প্রাথমিকভাবে ‘শঙ্কামুক্ত’ বলেছেন।
ড. জাফর ইকবালের পরীক্ষা নিরীক্ষার পরে রোববার সকাল ১১ টায় সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।
** জাফর ইকবালের ওপর হামলাকারীকে র্যাবে হস্তান্তর
** সিএমএইচে ড. জাফর ইকবাল, চিকিৎসায় বোর্ড গঠন
** হামলাকারীর পরিচয় শনাক্ত
বাংলাদেশ সময় ০৫২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এএম/এসআইএস