মঙ্গলবার (৬ মার্চ) শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী উপজেলা সদরের ডিলার আখেরুজ্জামানের বিক্রয় কেন্দ্রে উপস্থিত থেকে চাল বিক্রির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান, তদারকি কর্মকর্তা শফিউল ইসলাম ও খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান জানান, উপজেলার ৮টি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১২২ পরিবারের মধ্যে এ চাল বিক্রি করা হবে। ৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চালু থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ