ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
মাগুরায় ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু মাগুরায় ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী উপজেলা সদরের ডিলার আখেরুজ্জামানের বিক্রয় কেন্দ্রে উপস্থিত থেকে চাল বিক্রির উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান, তদারকি কর্মকর্তা শফিউল ইসলাম ও খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির।


 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান জানান, উপজেলার ৮টি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১২২ পরিবারের মধ্যে এ চাল বিক্রি করা হবে। ৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।