মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা-৩৮ ব্যটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।
বিজিবি জানায়, ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা ৫০ হাজার বোতল ফেনসিডিল, ২৬ হাজার ৬৬৬ বোতল মদ, ১ কোটি সাড়ে ২২ লাখ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ২২৩ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বুলডোজার মাড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ