ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে নারীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
লৌহজংয়ে নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোলতলী ইউনিয়নের নওপাড়ার এক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় কালাম মোল্লার বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান মোল্লাকে (৩৫) আটক করেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, হাবিবুর রহমানের ঘরে টেবিলের নিচে কম্বলে পেঁচানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার বাম হাতের কব্জি ও দুই পা ভাঙ্গা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান জানান, কয়েকদিন আগে মাওয়া ঘাট থেকে ওই নারীর মরদেহ তিনি তার বাসায় নিয়ে এসেছিলেন। সাতদিন এভাবে রাখলে মরদেহ থেকে স্বর্ণ মিলবে বলে তিনি মরদেহ সংরক্ষণ করছিলেন।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।