মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মেরাসানি গ্রামের মৃত আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে।
সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, বিকেলে মোনায়েম মোটরসাইকলে করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে বিজয়নগরের দিকে আসছিলেন। পথে চান্দুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই