ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়ি থেকে চার শ্রমিক অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
মানিকছড়ি থেকে চার শ্রমিক অপহরণের অভিযোগ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকা থেকে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে অপহরণ করা হয় বলে স্থানীয়রা জানান। তবে এখনো তাদের নামপরিচয় জানা যায়নি।


 
মানিকছড়ি উপজেলার বাটনাতলি ইউনিয়ন পরিষদের সদস্য লাব্রেচাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার মোবাইল ফোন অপারেটর রবি’র টাওয়ারে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। চাঁদার জন্য কেউ অপহরণ করে থাকতে পারে বলেও জানান তিনি।
 
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। অপহরণের সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।