মাদারীপুর: মাদারীপুরে আগুন লেগে পুড়ে গেছে ১২টি বসতঘরসহ ১৭টি ঘর। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার (০৬ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার মোবারককান্দী গ্রামের আলী আকবর বেপারীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১২টি বসতঘর, ২টি গোয়ালঘর ও ৩টি রান্নাঘরসহ ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও গোয়াল ঘরে থাকা দুইটি গরুও আগুনে ঝলসে মারা যায়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বাংলানিউজকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ১৭টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।