ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
চরফ্যাশনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা: ভোলার চরফ্যাশনে ট্রাকচাপায় রিয়াদ (১৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন শাহিন নামে অপর আরোহী।

মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের কাসেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ উপজেলার নুরাবাদ ইউনিয়নের ইউসুফ হোসেনের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বড় ভাই শাহিনের সঙ্গে মোটরসাইকেলে করে কাসেমগঞ্জ থেকে চরফ্যাশনের দিকে আসছিল রিয়াদ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিয়াদ নিহত এবং আহত শাহিন হন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।