মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে মিয়ানমার সেনা সদস্যদের কাঁটাতারের বেড়া ঘেঁষে টহল দিতে দেখা যায়।
সীমান্তের বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেল থেকে তারা টহল শুরু করে পরদিন সকালে চলে যায়।
এদিকে সম্প্রতি তুমব্রু সীমান্তের ঘুমধুমের ঢেঁকিবুনিয়ার ২২ নম্বর পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরও সীমান্তে মিয়ানমার সেনারা অবস্থান নেওয়ায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বাংলানিউজকে জানান, গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের ওপারে বাংলাদেশ-মিয়ানমার কর্মকর্তারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক করেছে। সেখানেও আমরা তুমব্রু সীমান্তের ওপারে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছি।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ