ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘হুমায়ুন থেকে ইকবাল, এইভাবে আর কতকাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
‘হুমায়ুন থেকে ইকবাল, এইভাবে আর কতকাল’ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেন সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

ঢাকা: ‘হুমায়ুন থেকে ইকবাল, এইভাবে আর কতকাল’-এমন সব প্রতিবাদী লেখায় প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে প্রফেসর ড. জাফর ইকবালের ওপর বর্বর হামলাকারীদের বিচার দাবি করেছেন সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই হামলার নির্দেশ দাতাদের খুঁজে বের করতে হবে। যারা বুদ্ধিবৃত্তির চর্চ্চা করছেন তাদের ওপরই হামলা করা হচ্ছে। হুমায়ুন আজাদ থেকে শুর করে ড. জাফর ইকবালের ওপর হামলা এটাই প্রমাণ করে।  

‘আগামী নির্বাচনে মৌলবাদী ও যুদ্ধাপরাধীরা যেন কোনো ভাবেই স্থান না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। ’

বক্তারা বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হুমায়ুন আজাদ থেকে শুরু করে ড. জাফর ইকবাল, উদীচী, ২১ আগস্ট- এসব হামলা একই সূত্রে গাঁথা। এর লক্ষ্যও এক এবং অভিন্ন।

‘এটা শুধু জাফর ইকবালেই শেষ নয়। যারা এ ধরনের হামলার নির্দেশদাতা তাদের কাছে আরো অনেক তালিকা থাকতে পারে। তাই তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। না হলে আবারও আমাদের ওপর হামলা হতে পারে। ’

জোটের  সাধারণ সম্পাদক হাসান আরিফের পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুস।  

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর গোলাম রব্বানীসহ সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।