মঙ্গলবার (৬ মার্চ) টাস্কফোর্সের অভিযানে দখলে থাকা ৩০টি ক্রাসার মেশিন উচ্ছেদ করা হয়। এরমধ্যে ১৭ ক্রাসার মেশিন ও একটি পাকা ঘরসহ ১৩টি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকিগুলো অভিযান চলাকালেই সরিয়ে নেন পাথর ব্যবসায়ীরা।
বন বিভাগ সূত্র জানায়, বিভিন্ন সময় নোটিশ দেওয়া হলেও ভূমির দখল ছাড়েনি ক্রাসার মালিকরা। উপজেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিজিবি, পুলিশের সমন্বিত অভিযানে ভূমি দখল মুক্ত করা হয়।
অভিযানে ছিলেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর.এস.এম মনিরুল ইসলাম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ, পরিবেশ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক আলতাফ উদ্দিন, সহকারী বন সংরক্ষক জিএম আবু বক্কর সিদ্দিক, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পারভেজ আলম, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়, বনবিভাগের টাউন রেঞ্জ কর্মকর্তা দেলওয়ার রহমান, সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ, জাফলং বন বিট কর্মকর্তা খালেদ আহমেদ।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর.এস.এম মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পাথর ব্যবসায়ী সিন্ডিকেট বেশ কয়েক বছর ধরে জাফলংয়ের ছৈলাখেল তৃতীয় খণ্ড মৌজায় বন বিভাগের গ্রিন পার্কের ভূমি দখল করে ক্রাশার মেশিন স্থাপন করে।
তিনি বলেন, ওই স্থানে বন বিভাগের মালিকানা গ্রিন পার্কের ৫শ’ একর ভূমি আছে। উদ্ধার করা ২৫ একর ভূমি ছাড়াও বন বিভাগের ভূমিতে স্থপিত ডাম্পিং ইয়ার্ড আগামী সাতদিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার পরই ওই স্থানে গাছের চাপা রোপণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এনইউ/আরআর