মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে শহরের ডাক্তার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে পশ্চিম ডাক্তার পাড়ার সওদাগর বাড়ির আবুল কাশেমের বাড়ি থেকে ১ হাজার ২২০ পিস ইয়াবা, ৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় হুইস্কি, ৩২ বোতল বিয়ার, ২০০ গ্রাম গাঁজাসহ নেশা জাতীয় দ্রব্য বানানোর কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় রায়হান আহম্মেদ ওরফে রিয়াদ ও রিপন নামে দুই মাদক বিক্রেতাকে।
অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানে আলম ও নেজারত ডেপুটি কালেক্টর সারওয়ার সালাম।
আরও উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক ইকবালুর রহমান ও অধিদপ্তরের অন্যান্য সদস্যরা। অভিযানে ব্যাটালিয়ান আনসারের সদস্যরা প্রশাসনকে সহায়তা করে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসএইচডি/এসআরএস