মঙ্গলবার (৬ মার্চ) রাতে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার পানপাড়া মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, রাতে বৃদ্ধের ঘরে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে স্বজনরা তার রুমে ঢুকে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআরএস