পাশাপাশি জাটকা পাচারে ব্যবহৃত একটি বোট (ইঞ্জিনচালিত ট্রলার) জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৭ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রলারটি জাটকাবোঝাই করে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার সকাল ১০টার দিকে জব্দ হওয়া ট্রলারভর্তি জাটকাগুলো বরিশালের রসুলপুর এলাকায় কোস্টগার্ড কার্যালয়ে এনে মৎস বিভাগের উপস্থিতিতে গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএস/এএটি