হাসপাতাল সূত্র বাংলানিউজকে জানায়, গত শনিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতপরিচয় এই যুবককে গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী শাহিন নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেন। তারপর থেকে যুবকটির কোনো ওয়ারিশের খোঁজ-খবর বা সন্ধান পাওয়া যায়নি।
দায়িত্বরত সেবিকারা বলেন, চারদিন হলো তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত তার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। তাই তার ঠিকানা বা পরিচয় পাওয়াও সম্ভব হয়নি। তবে মাঝে মধ্যে তাকে একটু নড়াচড়া করতে দেখা যায়। আমরা সর্বদা তার খোঁজ খবর নিচ্ছি এবং সময় মতো ওষুধ ও স্যালাইন দিচ্ছি।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এম আই শাহিন বাংলানিউজবকে জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবক বর্তমানে হাসপাতালের নিচতলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার শরীরে বেশ কিছু জায়গায় জখম ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার এমন অবস্থা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ