এ উপলক্ষে বুধবার (৭ মার্চ) সকালে নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল নয়টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনার সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। যা জাতিসংঘ স্বীকৃত দিয়েছে। তাই বঙ্গবন্ধু নির্দেশিত পথেই আমাদের চলতে হবে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বক্তব্য দেন।
বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএস/এএটি