মাদকদ্রব্যের একটি চালান উদ্ধারের পর আত্মসাতের অভিযোগ ওঠায় মঙ্গলবার (৬ মার্চ) রাতে তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন কসবা থানার এসআই শ্যামল মজুমদার ও মনির হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক ও সালাউদ্দিন এবং কনস্টেবল শাহজাহান ও কাসেম।
পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে দু’টি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল গাঁজা জব্দ করে পুলিশের দলটি। পরে তারা বিপুল গাঁজা লুকিয়ে রেখে মাত্র এক মণ গাঁজা থানায় জমা দেন। খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল পরিত্যক্ত অবস্থায় বাকি গাঁজা উদ্ধার করে।
সূত্রটি আরো জানায়, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এমন সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছয়জনকে সাময়িক বরখাস্তের বিষয়টি কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই