বুধবার (০৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি থেকে প্রকাশিত ‘প্রয়াস’ নামের একটি বইয়ের মোড়ক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
পাট দিবসে উপলক্ষে এক অনুষ্ঠানে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম মন্তব্য করেছেন ‘পাটের শত্রু অর্থ মন্ত্রণালয়’ -এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত।
তবে পাটকে আমরা ‘রিভাইজ’ (পুনুরুজ্জীবিত) করতে চাই। পাটের নতুন বাজারও সৃষ্টি হয়েছে, কিন্তু পুনরুজ্জীবিত করার প্রক্রিয়াটা আমার কাছে ভালো মনে হয় নাই। এই প্রক্রিয়ায় পুরাতন বিজেএমসি এখনো রয়েছে। আসলে তার কোনো অস্তিত্ব প্রয়োজন নেই। একথা আমি পাট মন্ত্রণালয়কেও বলেছি নতুন ব্যবস্থায় বিজেএমসি’র কোনো জায়গা নেই। নতুন ব্যবস্থায় (ইট শুড বি অ্যাবলিশ) এটাকে অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, নতুন ব্যবস্থায় বিজেএমসি’র কাজটা কি? বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত। শুধু মন্ত্রণালয়ে তাদের একটি সমন্বিত সেল থাকতে পারে। পাট মন্ত্রণালয়কে বলার পরেও তারা উপলদ্ধি করেনি। তারা (পাট মন্ত্রণালয়) বিজেএমসি’র খপ্পরে পড়েছে। যেকারণে বিজেএমসি বহাল তবিয়তে রয়েছে। পাটকে এগিয়ে নিতে হলে প্রথম পরামর্শ বিজেএমসি বন্ধ করতে হবে।
এসময় অর্থ ও আর্থিক প্রতিষ্ঠানের দুই সিনিয়র সচিব মুসলিম উদ্দিন চৌধুরী ও ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসএম/এসএইচ