ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৭ই মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
৭ই মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

এরপর মুক্তিযোদ্ধা লীগ, মহিলা আওয়ামী লীগ, নির্মাণ শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম তৌফিক ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালী রানী মণ্ডল, ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখসহ দলীয় নেতাকর্মীরা উপাস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।