বুধবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
এরপর মুক্তিযোদ্ধা লীগ, মহিলা আওয়ামী লীগ, নির্মাণ শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম তৌফিক ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালী রানী মণ্ডল, ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখসহ দলীয় নেতাকর্মীরা উপাস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ