বুধবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টায় শহরের কালিরবাজারে অবস্থিত লুৎফর মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের লেলিহান শিখা দেখে সবাই দৌড়ে এসে আগুন নেভায়।
ব্যবসায়ী হাসান জাহিদ জানান, সপ্তরঙ দোকানে ২৫ লাখ টাকার রঙ পুড়েছে, জামাল রেক্সিন হাউজের দুই দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়েছে, একটি প্লাষ্টিকের দোকান, বাশার শো-রুম, কালা মিয়ার বাইন্নার দোকানসহ আরো দু’টি দোকান পুড়েছে। সবমিলিয়ে এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ভোরে আগুনের সংবাদ পেয়ে আমাদের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি। আগুনে এক কোটি টাকায় উপরে মালামাল পুড়েছে বলে মালিকরা দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
এএটি